About Company

১০ টাকায় ৪০ মিনিট রবি অফারটি বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর রবি কর্তৃক প্রদত্ত একটি জনপ্রিয় মিনিট প্যাক। এই অফারের মাধ্যমে গ্রাহকরা মাত্র ১০ টাকায় ৪০ মিনিট রবি-রবি অথবা রবি-এয়ারটেল নম্বরে কথা বলার সুযোগ পান, যা ২৪ ঘণ্টার জন্য কার্যকর থাকে। এই প্যাকটি সাধারণত একবার সক্রিয় করা যায় এবং মেয়াদ শেষ হওয়ার পর আবার রিচার্জ করে পুনরায় ব্যবহার করা যায়। এই মিনিট প্যাক বিশেষত সেই গ্রাহকদের জন্য উপযোগী যাঁরা অল্প খরচে বেশি সময় কথা বলতে চান। ১০ টাকায় ৪০ মিনিট রবি অফারটি চালু করতে নির্দিষ্ট কোড ডায়াল করতে হয় এবং এটি প্রিপেইড ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি প্যাক।