About Company

এয়ারটেল ব্যালেন্স চেক করার পদ্ধতি খুবই সহজ এবং দ্রুত। এয়ারটেল বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীরা তাদের প্রিপেইড বা পোস্টপেইড সিমের মূল ব্যালেন্স জানতে চাইলে নির্দিষ্ট কোড ডায়াল করে তা জানতে পারেন। সাধারণত *778# অথবা *1# ডায়াল করলেই ব্যালেন্সের তথ্য মুঠোফোনের স্ক্রিনে প্রদর্শিত হয়। এ ছাড়া My Airtel অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ডেটা, মিনিট, এসএমএস ও টাকার ব্যালেন্স খুব সহজেই দেখা যায়। এই অ্যাপে লগইন করার পর ব্যালেন্স সম্পর্কিত যাবতীয় তথ্য গ্রাহকরা এক নজরে পেয়ে যান। যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন না, তারা শুধু ইউএসএসডি কোড ডায়াল করেও ব্যালেন্স জানতে পারেন।