
Bangla Blogspot
About Company
ব্যবসায়ে বরকত ও কাস্টমারের আগমন কামনা করা ইসলাম ধর্মে বৈধ ও উৎসাহিত। একজন মুসলমান দোকানদার প্রতিদিনের কাজের শুরুতেই দোকানে কাস্টমার আসার দোয়া পাঠ করতে পারেন যাতে আল্লাহ তার রিজিকে বরকত দেন এবং খরিদ্দারের আনাগোনা বাড়ান। এমন একটি দোয়া হলো: “اللهم ارزقني رزقاً واسعاً حلالاً طيباً من غير كدٍ واستجب دعائي بغير ردٍ واعوذ بك من الفقر والدين” – অর্থাৎ, “হে আল্লাহ, আমাকে বিশাল, হালাল ও পবিত্র রিজিক দান করুন পরিশ্রমহীনভাবে, এবং আমার দোয়া কবুল করুন।” এই দোয়া পড়ে দোকান খোলার আগে দোকানদার আল্লাহর ওপর ভরসা রাখেন এবং তাঁর পক্ষ থেকে রিজিকের আশা করেন।